







টলিউডের বিখ্যাত অভিনেতা দের কথা আমরা সকলেই জানি। তবে তাদের জন্মস্থান অথবা তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের সর্বদা কৌতুহল থেকে যায়। এই সমস্ত কথা বাত্রা জানার জন্য আমরা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া পরিদর্শন করে থাকি। অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন অথবা যে কোনো গুজব শোনার জন্য আমরা সব সময় এক পায়ে খাড়া।




তাই চলুন আজকে আপনাদের মনোরঞ্জন করার জন্য আমরা নিয়ে এলাম এমন একটি ভিডিও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের মনের মত অভিনেতাদের বাড়ির ঠিকানা এবং তাদের আসল বয়স। প্রথমেই বলি নবীন অভিনেতার বনি দাশ গুপ্তের কথা। বনি দাশ গুপ্ত একদম নবী একজন অভিনেতা যার বর্তমান বাড়ি কলকাতা তে।




এরপর রয়েছে অঙ্কুশ হাজরার কথা। অঙ্কুশ আমাদের সকলের প্রিয় একজন অভিনেতা। তার বাড়ি ও কলকাতায়। এরপর রয়েছেন যশ দাশগুপ্ত যিনি বর্তমানে খবরে শিরোনামে রয়েছেন। তারপর একে একে আপনি দেখতে পাবেন সোহম চক্রবর্তী,, যীশু সেনগুপ্ত, দেব এবং জিৎ কে। তবে এনাদের বাড়ি কোথায় এবং এনাদের আসল বয়স কি তা জানার জন্য আপনাদের দেখতে হবে এই ভিডিওটি।











