







নিজস্ব প্রতিবেদন:.খুব অল্প সময়ের মধ্যেই অভিনয় জগতে নাম অর্জন করে নিয়েছেন দিতিপ্রিয়া রায়। অসাধারণ অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়ে সহজেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। ধীরে ধীরে ছোটপর্দা থেকে বড় পর্দায় এগোচ্ছেন দিতিপ্রিয়া। কিছুদিন আগেই অভিযাত্রী চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।




এরইমধ্যে আবারও উত্তম কুমারের বায়োপিকে তার দর্শন মিলতে চলেছে। এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়াকে এমনটাই খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, অনেকদিন জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত মহানায়ক এর বায়োপিক তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।ইতিমধ্যেই প্রতিটি চরিত্রে অভিনয় করার জন্য টলিউডের সবথেকে জনপ্রিয় শিল্পীদের বেছে নেওয়া হচ্ছে। এরমধ্যে উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।




এই ছবিতে তুলে ধরা হবে বাস্তব জীবনের উত্তম-সুচিত্রা জুটির রসায়ন। তাই সুচিত্রার চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উত্তম কুমারের স্ত্রীর চরিত্রে আমরা দেখতে পারবো শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। উত্তমকুমারের তরফে বরাবর থেকেই সাবিত্রী দেবীর একতরফা ভালোবাসা ছিল বলে মনে করা হয়। আর এই জনপ্রিয় অভিনেত্রী সাবিত্রী দেবীর চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন দিতিপ্রিয়া।এই চরিত্রটি যে তার অভিনয় জীবনের অন্যতম চ্যালেঞ্জিং একটি চরিত্র তা বলার অপেক্ষা রাখে না।




সম্প্রতি দিতিপ্রিয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।দিতিপ্রিয়ার শেয়ার করা রিলে দেখা যাচ্ছে, ‘সাম’ গানের সঙ্গে দিতিপ্রিয়া মজা করে বাড়ির নানা প্রান্তে ঘুরে, কখনও কোমরে হাত দিয়ে, কখনও দেওয়ালে ঠেসান দিয়ে ভিডিও করেছেন। দিতিপ্রিয়ার পরনে রয়েছে নীল রঙের স্মাইলি আঁকা স্প্যাগেটি স্লিভ ড্রেস, পায়ে সাদা স্নিকার্স ও কানে বড় ইয়ারিং। রিলটি শেয়ার করে দিতিপ্রিয়া লিখেছেন, ‘‘কোই আনকহি, কোই আনশুনি, বাত ধিমে কর রহি হ্যায়” অর্থাৎ এমন কিছু ধীরে বলা কথা যা আসলে শোনা যায় না, বলাও হয় না। দিতিপ্রিয়ার এই নতুন রূপ নেটিজেনদের পছন্দ হয়েছে।
— Bengal News Media (@media_bengal) July 23, 2021











