







নিজস্ব প্রতিবেদন:খুব শীঘ্রই আবারো রাজ্যে বৃষ্টির পরিবেশ তৈরি হতে চলেছে।চলতি মাসের শেষের দিকেই নিম্নচাপের কথা জানান দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে আজ থেকে রাজ্যের আবহাওয়াতে অত্যন্ত বদল আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার থেকেই নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।




পশ্চিমবঙ্গ এবং বিহারের পাশাপাশি ঝাড়খন্ডতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় সিকিম ও উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আজ থেকেই গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে। যা আগামী কয়েক দিনে আরো ভারী নিম্নচাপ এ রূপান্তরিত হবে।




এই নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রাও নিম্নমুখী হবে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী আগামী বেশ কয়েক দিন এই নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাবে।সোমবারের পর মঙ্গলবারও অল্পবিস্তর বৃষ্টি হবে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। বুধবার থেকে ধীরেধীরে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।




কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ। যা সোমবারের থেকেও বেশি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।











