







নিজস্ব প্রতিবেদন:গতবছর লকডাউন চলাকালীন সময়ে মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।তারপর থেকেই পর্দার জগতকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন তিনি। বর্তমানে তার সারাটা সময় কাটে এই একরত্তি সন্তানকে নিয়ে।শুভশ্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় তার পোষ্টের মাধ্যমে জানিয়েছিলেন সারাটা দিন তার কখন কেটে যায় তিনি নিজেই বুঝতে পারেননা।




দেখে একেবারেই বোঝা যাচ্ছে না যে মাত্র সাত মাস বয়স তার।বিশেষত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছেলের থেকে অনেকদিন দূরে ছিলেন নায়িকা।তাই মাকে এতদিন পর কাছে পেয়ে অনেকটাই আনন্দিত হয়ে পড়েছে ইউভান। সেই খুশি ধরে রাখতে না পেরে রীতিমতো নাচ করছে সে।




সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে লাল রঙের পোশাক পরা একটি বিশেষ ছবি শেয়ার করেছেন এই নায়িকা। এই ছবিটি দেখে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছেন।কারণ মা হওয়ার পর শুভশ্রীর শরীরে অনেকটাই মেদ জমে গিয়েছিল। যা নিয়ে রীতিমতো নেটিজেনরা কটাক্ষ করেছিলেন অভিনেত্রীকে।




যদিও শরীরে মেদ জমা নিয়ে বেশ গর্বের কথা বলেছিলেন সদ্য মা হওয়া নায়িকা। কিন্তু সম্প্রতি ভাইরাল এক ভিডিও থেকে বেশ কটাক্ষের সম্মুখীন হলেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।দিন কয়েক আগে ডান্স বাংলা ডান্সের মঞ্চে জমিয়ে নাচ করেছিলেন অভিনেত্রী শুভশ্রী এবং শ্রাবন্তী। বিগত বেশ কিছুদিন ধরেই এই নায়িকাকে স্বাভাবিকের থেকে কিছুটা মোটা লাগছে দর্শকদের।




কিন্তু এই নাচের মঞ্চে শ্রাবন্তীকে তুলনামূলকভাবে রোগা দেখালেও শুভশ্রীকে অত্যন্ত পেটমোটা এবং ভুড়ি আছে বলে মনে হয়। যা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।অনেকেই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়েছেন শুভশ্রী অন্তঃসত্ত্বা কিনা!আবার অনেকেই তাকে নানান রকম বিশ্লেষণের মাধ্যমে সমালোচনার মুখোমুখি এনেছেন। চাইলে আপনারাও সেই ভিডিওটি দেখে আসতে পারেন।











