







নিজস্ব প্রতিবেদন:-প্রতিনিয়ত বেড়েছে রান্নার গ্যাসের দাম যার ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের কপালে ক্রমশ সৃষ্টি হয়েছে চিন্তার ভাঁজ । হেশেলে রীতিমতো আগুন জ্বলছে ।এমতাবস্থায় রান্নার গ্যাস সিলিন্ডার এর পরিবর্তে বিকল্প কোন পথ পরিকল্পনা করছে সাধারণ মধ্যবিত্ত পরিবারে মানুষেরা । কারণ যে সমস্ত মানুষেরা দিন আনে দিন খায় তাদের পক্ষে একটি গ্যাস সিলিন্ডার কিনতে যে পরিমাণ টাকা দিতে হচ্ছে তা হয়তো তারা কখনও কল্পনা তো ভাবতে পারেনি । এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া । এমতাবস্থায় রীতিমত যাঁতাকলে মধ্যে পড়ে গেছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা ।তবে ফের আরও একবার বাড়ল দাম ।




আমরা দেখেছিলাম যে আগস্ট মাসের শুরুতে কোনরকম গৃহস্থলী রান্না গ্যাসের দাম বাড়ানো না হলেও মাসের শুরুতে অর্থাৎ ১৭ ই আগস্ট এ রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল । সেপ্টেম্বর মাসের শুরুতে আবার একবার রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো আরো ২৫ টাকা । ১৫ দিনে মোট ৫০ টাকা বাড়ানো হলো গৃহস্থলী রান্নার গ্যাসের দাম । আসুন আমরা জেনে নেব এই মুহূর্তে আপনার আশেপাশে অঞ্চলে ঠিক কত টাকায় পাওয়া যাবে ১৪ কেজি গ্যাস সিলিন্ডার ।।




১)বাঁকুড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৩ টাকা।
২)বীরভূমে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৪ টাকা।
৩)আলিপুরদুয়ারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৮ টাকা।




৪)কোচবিহারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৮৩ টাকা।
৫)দক্ষিণ দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৮৩ টাকা।




৬)দার্জিলিংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৮ টাকা।
৭)হুগলিতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৪ টাকা।
৮)হাওড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১২.৫০ টাকা।




৯)ঝাড়গ্রামে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১২.৫০ টাকা।
১০)কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১১ টাকা।
১১)মালদায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৮২ টাকা।




১২)উত্তর ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১১ টাকা।
১৩)পূর্ব বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৪.৫০ টাকা।
১৪)পশ্চিম বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৪.৫০ টাকা।




১৫)পূর্ব মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৮৭ টাকা।











