







নিজস্ব প্রতিবেদন:বর্তমানে দেশের বাজারে নারকেল গাছের চাহিদা রয়েছে প্রচন্ড পরিমানে। সেই কারণে নিয়মিত এই চারা বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে। ওয়াকিবহাল মাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যে 450000 খাটো জাতের নারিকেল চারা আমদানি করা হয়েছে। রোপন করার পরেও এখনো পর্যন্ত 5% চারা মজুদ করে রাখা হয়েছে।




জানিয়ে রাখি যে, কৃষি মন্ত্রণালয় সারাবছর ফল উৎপাদনের পুষ্টি প্রকল্পের আওতায় এই নারকেল চারা বিতরণ করছে। উল্লেখ্য এক একর জমিতে 70 টি নারিকেল চারা রোপণ করা যায়। পাহাড়ি এলাকাতেও এই নারিকেল চারা রোপণ করা হয়েছে। বেশিরভাগ চারাই ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছে। প্রতি গাছে এই চারা গুলিতে বছরে দেড়শ থেকে দুইশ টি ফল ধরে।




ভিয়েতনাম থেকে দুই ধরনের খাটো জাতের নারিকেল চারা আনা হচ্ছে। এর একটি হল সিয়াম গ্রিন কোকোনাট। এটি ডাব হিসেবে ব্যবহারের ক্ষেত্রে খুবই জনপ্রিয়। তবে ফলের আকার কিছুটা ছোট। আরেকটি জাতের নাম সিয়াম ব্লু কোকোনাট। এটিও অতি জনপ্রিয় জাত ও আকারে বড়।এ জাতের অন্যতম বৈশিষ্ট্য হল নারিকেল থেকেই এর চারা হবে।











