







নিজস্ব প্রতিবেদন:বর্তমান যুগে বলিউডের অন্যতম সংগীতশিল্পী এবং রিমেক কুইন হিসেবে পরিচিত গায়িকা নেহা কক্কর। হাজারো অনুরাগীদের মনে বিরাজ করে এই সঙ্গীত শিল্পীর গান। সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ভক্ত রয়েছে নেহার।কিছুদিন আগেই জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গায়িকা পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে বিবাহ করেছেন।




বলতে গেলে বর্তমানে সবকিছু নিয়ে জমিয়ে সংসার করছেন নেহা কক্কর। কিন্তু প্রথম জীবনে কখনোই নেহার জীবন এতটা পরিমাণ এর সহজ ছিল না।তার কারণ বারংবার আর্থিক অনটনের মুখোমুখি হতে হয়েছে নেহা এবং তার পরিবারকে।পরিবারের প্রত্যেক সদস্য দের জীবন যেভাবে কেটেছে তা শুনলে যে কোন মানুষের চোখে জল আসতে বাধ্য হবে। জীবনে কতটা সংগ্রাম করার পর আজ নেহা এই জায়গায় পৌঁছেছেন তা অত্যন্ত অবাক করার বিষয়।




প্রসঙ্গত উত্তরাখণ্ডের এক অতি সাধারন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নেহা। শৈশব থেকেই তার পরিবারের আর্থিক অনটনের সমস্যা বজায় ছিল। পরবর্তী সময়ে পরিবারের সাথে উত্তরাখণ্ড থেকে দিল্লিতে চলে আসেন নেহা। আর্থিক সংকট থাকার কারণে ছোটবেলায় নেহা এবং তার ভাই বোনদের মানুষ করার জন্য সিঙ্গারা বিক্রি করে সংসার চালাতেন গায়িকার বাবা।




তাদের পরিবারের প্রতিটি মুহূর্ত গুলি অত্যন্ত কষ্টের মধ্যে কেটেছে এই সময়। জানা গিয়েছে ছোটবেলায় ভজন গাইতেন নেহা কক্কর। মাত্র 100 টাকা পারিশ্রমিক পাওয়ার জন্য এই গান গাইতেন নেহা। সম্প্রতি কিছুদিন আগে ছোটবেলায় নেহার ভজন গাওয়ার একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিল। এই ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে গিয়েছিল নেহার অসংখ্য অনুরাগীদের কাছে।




সম্প্রতি এই গায়িকা মা হতে চলেছেন এমনটাই খবর পাওয়া গিয়েছে।এবার কি সত্যিই মা হচ্ছেন গায়িকা! নাকি এবারেও কোনো নতুন গানের প্রমোশন? আসলে সম্প্রতি নেহা ও রোহানপ্রীতের কিছু ছবিই উস্কে দিয়েছে জল্পনা।ঈদ উপলক্ষে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নেহা কক্কর। ছবিতে ঢিলেঢালা পোশাকে রোহানকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে নেহাকে। তবে প্রতিটি ছবিতেই বেবি বাম্প আড়াল করার চেষ্টা করছেন নেহা এমনটাই ধারণা নেটিজেনদের একটা বড় অংশের। তবে কি শেষ পর্যন্ত সত্যিই সুখবর দিতে চলেছেন গায়িকা প্রশ্ন থেকেই যাচ্ছে।











