







নিজস্ব প্রতিবেদন:-বহুদিন পর বিলিতি মদের ওপর বিপুল পরিমাণ এর দাম কমলো ।শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে একাধিক রাজ্যের থেকে যথেষ্ট পরিমাণ রাজস্ব আদায় করে। কিন্তু আমরা এর আগে দেখেছি যে যদি কোনো কারণে মদের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে মদের দোকানে কিভাবে সূরা প্রেমীরা ভিড় করে ।শুধুমাত্র পুরনো দামে মদ সঞ্চয় করে রেখে দেবে বলে ।




কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে বিলিতি মদের উপর 25% দাম কমিয়ে দেওয়া হয়েছে । যার ফলে খুশির জোয়ারে সূরা প্রেমীরা । কিন্তু কোন দোকানদার আপনার থেকে বেশি দাম নিচ্ছে না তো? কিভাবে বাড়িতে বসেই জানবেন আপনার পছন্দের মদের দাম জেনে নিন এক নজরে ।।




এর জন্য আপনাকে এই ওয়েবসাইটটিতে- https://excise.wb.gov.in/CommonUser/RegisterBrand_Liquor.aspx?type=28 যেতে হবে। এরপর সেখানে Liquor ক্যাটেগরি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে দেশি ও বিদেশি এই দুটি অপশন পাবেন। সেখান থেকে বেছে নিতে হবে Liquor Kind। এখানেও দুটি অপশন পাবেন।




এরপর Liquor Type বেছে নিন। সব শেষে বেছে নিতে হবে আর্থিক বছর বা ফিন্যানসিয়াল ইয়ার । এই আর্থিক বছরে ২০২১-২২ সালকেই বেছে নেবেন। এরপর অনলাইনে দেখা যাবে মদের দাম।
এছাড়া পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের 264 ধরনের হুইস্কির প্রচলন রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে ১৬২ ধরণের ওয়াইনও বিক্রি হয়।
৮ পিএম প্রিমিয়াম ব্ল্যাক হুইস্কির ৭৫০ মিলিলিটারের দাম রয়েছে ৭২০ টাকা।




অ্যান্টিকুইটি ব্লু প্রিমিয়াম হুইস্কির ৭৫০ মিলি লিটার এর দাম রয়েছে ১০৭০ টাকা।
জ্যাক ডেনিয়েলস ওল্ড নাম্বার ১ এর ৭৫০ মিলিলিটারের দাম হয়েছে ২৭৫০ টাকা।




জনি ওয়াকার কোল্ড লেভেল রিজার্ভের ৭৫০ মিলিলিটারের দাম ৪৩৮০ টাকা।
ম্যাওডাওয়েলস নাম্বার ওয়ান লাক্সারি প্রিমিয়াম হুইস্কির ৭৫০ মিলিলিটারের দাম রয়েছে ৬২০ টাকা।




অফিসার্স চয়েস ডিলাক্স হুইস্কির ৭৫০ মিলিলিটার এর দাম ৫০০ টাকা।
রয়্যাল চ্যালেঞ্জ প্রিমিয়াম হুইস্কির ৭৫০ মিলিলিটারের দাম ৭৩০ টাকা।
টিচার্স ৫০ ব্লেন্ডেড স্কচ হুইস্কির ৭৫০ মিলিলিটারের দাম ২৩৫০ টাকা।











