







নিজস্ব প্রতিবেদন:চরম টালমাটাল পরিস্থিতির মধ্যেই আবারো সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।পূর্ববর্তী বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছিল। যার ফলস্বরূপ ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এমতাবস্থায় আবারও বড়োসড়ো খবর জারি করল হাওয়া অফিস।




এই খবর শোনার পর থেকেই আবারো চিন্তায় রয়েছেন বাংলার মানুষ। জানা গেছে গত শনিবার থেকেই একটি নিম্নচাপ বাংলার দিকে এগিয়ে আসতে চলেছে। এখনো পর্যন্ত এই নিম্নচাপ কেটে উঠতে পারেনি।ফলস্বরূপ আবারো বৃষ্টিতে ভেসে যেতে চলেছে বাংলার একাংশ। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি।




বাদ যায়নি দক্ষিণবঙ্গের এলাকাগুলিও। জানিয়ে রাখি,আপাতত পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, সোমবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুরদুয়ারের রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। গতকাল রবিবার উত্তরবঙ্গের একাধিক জায়গায় যেমন দার্জিলিং, কালিম্পং প্রভৃতি অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। এই জেলাগুলিতে আজও ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে। সেইমতো এই অঞ্চলে আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে।




আজ সোমবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।দুপুরের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি পাত এর সূচনা দেখা দেবে। সুতরাং বাড়ির বাইরে পা দিলে প্রয়োজনীয় সতর্কতা ছাড়া বেরোবেন না। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলিতে নজর রাখতে থাকুন।











