







নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়া মানেই নিত্য-নতুন ভিডিওর সম্ভার। এই ভিডিওগুলি আমরা খুব সহজেই সামান্য কিছু ইন্টারনেট খরচ করে ঘরে বসেই যেকোনো মুহূর্তে দেখতে পারি।বর্তমানে প্রতিটি দিন পেরোনোর সাথে সাথেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে পড়ছে। এখানে নানান ধরনের ভিডিও প্রতিনিয়ত ভাইরাল হতে থাকে।




যেমন অনেকেই বিভিন্ন নাচ-গানের ভিডিও শেয়ার করেন ঠিক তেমনভাবেই আবার অনেক শিক্ষনীয় ভিডিও এখানে দেখতে পাওয়া যায়।আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভয়াবহ ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যে কোন মানুষকে অবাক করে দিতে বাধ্য হবে। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক।




সাপের বিভিন্ন প্রজাতির কথা আমরা আগেই শুনেছি। এই সরীসৃপ কে ভয় পায় না এরকম মানুষ হয়তো খুব কমই আছেন।বলা হয় সাপ সম্মোহন ক্ষমতার সাহায্যে জীবজন্তুকে বশ করে শিকার ধরে। এমনকি হিন্দু ধর্মে সাপকে দেবী মা মনসার বাহন হিসেবে পূজা করা হয়। তাই সোশ্যাল মিডিয়াতেও সাপ সংক্রান্ত বিভিন্ন ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে উঠতে থাকে। পৃথিবীতে বিষধর এবং বিষহীন এই দুই ধরনের সাপ রয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলে সাপের প্রজাতি চেনা খুব মুশকিল।




সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বড় কোবরা সাপ রেললাইন পার হচ্ছিল। আচমকাই সেই সময়ে লাইনে ট্রেন প্রবেশ করে যায়। মাত্র কিছু সময়ের ভুলে সেই সাপটি ট্রেনে কেটে দু টুকরো হয়ে যায়। উপস্থিত কোন যাত্রীদের একজন এই ভিডিওটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। মাত্র কয়েক দিনের মধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। দেখে নিন সেই ভিডিও। দর্শকদের সুবিধার্থে ভিডিওটি প্রতিবেদনের সাথেই সংযুক্ত করা হলো।











