







নিজস্ব প্রতিবেদন:যদি আপনি কারোর থেকে 500 টাকার নোট লেনদেন করতে চলেছেন তাহলে আপনার জন্য বড় দুঃসংবাদ আসতে চলেছে। বিস্তারিত জানতে আমাদের এই প্রতিবেদনটি হাতে সময় নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। তাহলে আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক। আমরা অনেকেই জানি 2016 সালে আচমকাই বাজার থেকে 500 টাকার নোট তুলে নেওয়া হয়েছিল। নোট বন্দির ফলে হাজারো মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছিলেন।




দিনের পর দিন প্রচুর মানুষের টাকা প্রায় জলে চলে গিয়েছিল।এমতাবস্থায় আবারও যে দুঃসংবাদ আসতে চলেছে তা আপনার জীবনকে অনেকটাই প্রভাবিত করতে পারে। উল্লেখ্য গত আর্থিক বছরের তুলনায় চলতি বছরে জাল নোটের সংখ্যা বেড়েছে বহুল পরিমাণে। এই চলতি বছরের 35 হাজার টাকারও বেশি 500 টাকার নোটের জাল নোট বাজারে পাওয়া গিয়েছে। এ পরিস্থিতিতে আবারও যেকোনো মুহূর্তে নোট বন্দির সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।




অন্যান্যদের তুলনায় 500 টাকার নোটে বেশি জাল নোট দেখতে পাওয়া গিয়েছে। তাই অবশ্যই আপনাদের সতর্ক থাকা উচিত। প্রসঙ্গত বর্তমানে 500 টাকার নোটের রং, আকার,ডিজাইন এবং থিম একেবারেই পুরনো নোট গুলির থেকে আলাদা। নতুন নোটের আকার 65 মিমি * 150 মিমি। নোটটির সম্বন্ধে আপনারা ইন্টারনেটে আরো বিশদে জানতে পারবেন।




যা আপনাদের জালনোট থেকে বাঁচাতে সাহায্য করবে। জাল নোটের ব্যবহার বন্ধ করতে না পারলে আবারো নোট বন্দির মত সমস্যার মুখোমুখি হতে পারেন আপনারা। তাই অবশ্যই সতর্কতাই একমাত্র পথ। আমাদের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। প্রতিবেদন সম্পর্কিত একটি ভিডিও যোগ করা হয়েছে সেটিও দেখে আসতে পারেন আপনারা।











