







ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনে। যে কোন ভারতীয় নাগরিক, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন।আবেদন করতে পারবেন ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র,সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, কানাডা ব্যাঙ্ক, ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া




ক্লার্ক পদে আবেদন করতে পারবেন আপনি।আপনার বয়স হতে হবে কুড়ি থেকে 28 বছরের মধ্যে।ভারত সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে আপনাকে। সংশ্লিষ্ট রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সহকারী ভাষায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে। কম্পিউটারে কাজ কর্ম অথবা যে কোন সার্টিফিকেট থাকলে তা দেখাতে হবে।




প্রথমে মোট 100 নম্বরের পিলিমিনারি পরীক্ষা দিতে হবে।
এরপর 200 নম্বরের মেন পরীক্ষা হবে।
আবেদন করার আগে প্রার্থীকে স্ক্যান করা ফটো, এবং বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দিতে হবে।




আবেদন করার জন্য দিতে হবে 850 টাকা। শারীরিক প্রতিবন্ধকতা, প্রাক্তন সেনা কর্মী, তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য ধার্য করা হয়েছে 175 টাকা।
পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল দুর্গাপুর কলকাতা হুগলি কল্যাণী এবং শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্র হবে।




অনলাইন রেজিস্ট্রেশন চলবে 12 ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত। অনলাইন প্রিলিমিনারী পরীক্ষা হবে 28, 29 শে আগস্ট এবং ৪ সেপ্টেম্বর। মেন পরীক্ষা হবে 31 শে অক্টোবর।











