







নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ার সেনসেশন রাজ চক্রবর্তীর ছেলে ইউভান। সবে মাত্র সাত মাস বয়স তার।এরইমধ্যে তার দুষ্টুমিতে বাড়ির সদস্য থেকে নেট নাগরিকরা সকলেই মেতে রয়েছেন। বয়স মাত্র সাত মাস হলেও সোশ্যাল মিডিয়াতে ভক্ত সংখ্যা কম নয় এই খুদের। বলিউডের ক্ষেত্রে যেমন তৈমুর রয়েছে ঠিক তেমনভাবেই টলিউড জগতে রাজ করে বেড়াচ্ছে ইউভান।




ইতিমধ্যেই এই শিশুর নামে সোশ্যাল মিডিয়ায় পেজ থেকে শুরু করে ফ্যান ক্লাব সবকিছুই চালু হয়ে গিয়েছে। মাঝেসাজেই রাজ এবং শুভশ্রী নিজেদের একমাত্র ছেলের নানান ধরনের ছবি এবং ভিডিও নেট মাধ্যমে শেয়ার করে থাকেন। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় ভক্তদের মধ্যে।যেমন কিছুদিন আগেই মা শুভশ্রী ভাইরাসে আ-ক্রা-ন্ত থাকায় বাবার সাথে লং ড্রাইভে গিয়েছিলেন ইউভান। সেখানে নানান মজার মুহূর্তের ভিডিও রাজ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।




সম্প্রতি দিন কয়েক আগেই ছিল ইউভানের প্রথম রবীন্দ্রজয়ন্তী এবং মাতৃ দিবস।এই উপলক্ষে একদম বাঙালি সাজে রাজপুত্রের মত দেখতে হয়ে মা এবং বাবাকে নিয়ে বড় মাসির বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইউভান। সেখানে সকলের সাথে মিলিত হয়ে অত্যন্ত মজা করতে দেখা গিয়েছিল তাকে।




এরই মধ্যে আবারও তার একটি ছবি ইন্টারনেট মাধ্যমে ঝড় তুলে দিয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীর কেনা প্রথম বাইকে চেপে ক্যামেরার সামনে ছবি তোলার জন্য পোজ দিয়েছে ইউভান। রাজ চক্রবর্তী এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,”এটি আমার কেনা প্রথম বাইক যা আমি 2003 সালে কিনেছিলাম। এটি আমার ছেলে চালানোর চেষ্টা করছে।আমি অত্যন্ত আশাবাদী আমার ছেলে ভবিষ্যতে সফলতা লাভ করবে”। মুহূর্তের মধ্যেই এই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।











