







নিজস্ব প্রতিবেদন:-দেখুন এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আগেকার যুগের স্মার্ট ফোন যেখানে বিলাসিতা ছিল বর্তমান যুগে স্মার্টফোন কিন্তু এখন প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে । বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকা থেকে শুরু করে এই সমাজে যাবতীয় কাজে স্মার্টফোনে ব্যবহার হয়ে থাকে প্রবল পরিমাণে । তার সাথে সাথে ইন্টারনেট সংযোগে আমরা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকতে পারি । সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কি কি অবদান রয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে ন। ।




সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হওয়া ভিডিওগুলি অন্যান্য ভিডিও তুলনায় আলাদা হয় সেগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় । খুব অল্পসময়ের যেহেতু প্রচুর পরিমাণে দর্শকসংখ্যা চলে আসে তাই সে সমস্ত ভিডিও গুলি খুব অল্প সময়ে পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে । এই ভাইরাল হওয়া ভিডিও মধ্যে আমরা যখন মানুষের গোষ্ঠীদ্বন্দ্ব দেখেছি ঠিক তেমনি দেখেছি সাপের ল-ড়া-ই আবার দেখেছি কখনো বাড়ির কাজ করে দিচ্ছে একটি হনুমানের বাচ্চা ।




জামা কাপড় কাচা থেকে শুরু করে শাকসবজি ছাড়ানোর সবকিছু করছে সেই হনুমানের বাচ্চাটি তবে সম্প্রতি আজকে যে ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি সেটি এসব থেকে কিছুটা হলেও আলাদা এবং সেই ঘটনার একটি কুকুর এবং মুরগির খণ্ডযুদ্ধ। ।ভাইরাল ভিডিওতে কুকুরটি ওই মুরগির দিকে চেঁচিয়ে আক্রমণ করতে যাচ্ছে।




কিন্তু ভ-য় পেয়ে পিছপা হতে নারাজ এই মুরগিটি। সেও বীরবিক্রমে ওই কুকুরের দিকে তেড়ে গিয়েছে। প্রায় অনেকক্ষণ ধরে তাদের মধ্যে ঝগড়া চলছে। এই ভিডিওটি এক নেটিজেন ফোনের ক্যামেরায় বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। মুরগির সাহসের গুনগান করে নেটিজেনরা ভিডিওর কমেন্ট বক্সে একাধিক হাস্যকর মন্তব্য করেছেন। সম্প্রতি ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।











