







নিজস্ব প্রতিবেদন:-সোশ্যাল মিডিয়ার মঞ্চে তাদের কেমিস্ট্রি দেখার জন্য রীতিমতো উপচে পড়ছে প্রতিনিয়ত । বেড়েই চলেছে অনুরাগীর সংখ্যা । ইন্ডিয়ান আইডলের সুবাদে এই দুজনের নাম গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে সে ব্যাপারে নতুন করে বলার কোন অপেক্ষা রাখে না । তার সাথে সাথে এটাও বলার অপেক্ষা রাখে না যে আমি এই মুহূর্তে কোন জুটির কথা বলতে চলেছি ।আমি এই মুহূর্তে পবন এবং আরুনিতার কথা বলতে চলেছি ।




গত পনেরোই আগস্ট দীর্ঘ ১০ মাসের যাত্রা শেষ হয়েছে । ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী নাম ঘোষণা করা হয়ে গেছে । প্রথম অধিকার দখল করেছে হিমাচল প্রদেশের গায়ক পবন এবং দ্বিতীয় অধিকার দখল করেছে বনগাঁর বাসিন্দা অরুনিতা । পবন এর ভাগ্যে জুটেছে ২৫ লক্ষ টাকা নগদ তার পাশাপাশি লাল রঙের একটি মারুতি সুজুকি গাড়ি ও আরো অনেক উপহার ।




এবারের ইন্ডিয়ান আইডেল বেশি মাত্রায় জনপ্রিয়তা পেয়েছিল তার অন্যতম প্রধান কারণ হচ্ছে হিমাচল প্রদেশের গায়ক পবন এবং বনগাঁর গায়িকা অরুনিতা অনস্ক্রিন কেমিস্ট্রি জন্য । অর্থাৎ এমনটা সময় মনে করছিল যে গানের পাশাপাশি তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক রয়েছে । যদিও তারা প্রকাশ্যে কোনো কিছু স্বীকার করেনি । কিন্তু তাদের আব ভাব মেলামেশা চালচলন দেখে মনটা অনুমান করা যেতেই পারে যে তারা একে অপরের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত রয়েছে । এবার সমস্ত প্রতিযোগিরা কিভাবে অবসর সময়ে দিন কাটাতো তার একটি চিত্র ফুটে উঠেছে সম্প্রতি ইউটিউবে ।




কিছুদিন আগেই এরা দুজনে ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন। সেটা মারাত্মক হিটও হয়েছিল। এদিন আবার দুজনে আরো একটি রিল ভিডিও বানালেন। গানটি হল ‘Gazab Ka hain dil puchho zara’ এই গানটিতে দুজনকে রোমান্টিক মুডে দেখা গেল।অরুণিতার পরনে ছিল কালো জামা-প্যান্ট এবং পবনদীপের পরনে ছিল ক্যাসুয়াল জামা-প্যান্ট। তবে এটা ঠিক এই দুজনের রসায়নের কাছে কিন্তু perfect ম্যাচ করেছিল এই গানটি। ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছিল কোনো কোনো Resort এর দৃশ্য এটি। সঙ্গে এই ভিডিওতে প্রচুর পরিমাণে পছন্দের সংখ্যা পেরিয়েছে। পবনদীপ এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন।




— Bengal News Media (@media_bengal) September 2, 2021











