







নিজস্ব প্রতিবেদন:জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা কে সকলেই চেনেন।অভিনয় হোক বা মঞ্চ পরিচালনা সবকিছুতেই সমানভাবে দক্ষ তিনি। কেল্লাফতে ছবি দিয়ে টলিউডে প্রথম যাত্রা শুরু করেছিলেন অঙ্কুশ। পরবর্তী সময়ে একাধিক চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। যার মধ্যে বেশ কয়েকটি ছবি বেশ ভালোভাবে সুপারহিট হয়েছিল।




এমতাবস্থায় সম্প্রতি অঙ্কুশ কে নিয়ে একটি বিতর্ক শুরু হয়ে গিয়েছে।‘ডান্স বাংলা ডান্স সিজন 11′-এর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অঙ্কুশ। তিনি রীতিমতো মাতিয়ে রাখছেন মঞ্চ। কখনও কখনও প্রতিযোগীদের সঙ্গে তাঁকেও গানের তালে পা মেলাতে দেখা যায়।




সম্প্রতি এই শোতে সঞ্চালকের পদে কাঞ্চন মল্লিক এবং অঙ্কুশ কে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।অঙ্কুশের সঞ্চালনা সকলে এতটাই পছন্দ হয়েছে যে খুব শীঘ্রই কাজ হারাতে চলেছেন কাঞ্চন মল্লিক এমনটাই মনে করছেন অনেকে। যদিও এই প্রসঙ্গে অঙ্কুশের মত, কাঞ্চন ও বিশ্বনাথই টেলিভিশন শোয়ে প্রথম সঞ্চালকের গুরুত্ব বুঝিয়েছিলেন।




অতএব ও বোঝাই যাচ্ছে কাঞ্চন মল্লিক কে যথেষ্ট সম্মান করেন অভিনেতা। যদিও শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে আসা হবে তা নিয়ে জল্পনা রয়েই গিয়েছে। আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলিতে নজর রাখতে থাকুন।
— Bengal News Media (@media_bengal) July 25, 2021











