Breaking News

বাড়িতেই মাত্র তিন দিনে কালো ঠোঁট বাচ্চাদের মতো দারুন গোলাপি করার সহজ উপায়, রইলো পদ্ধতি ভিডিও সহ!

নিজস্ব প্রতিবেদন :- শরীরের সৌন্দর্য তা কিছুটা হলেও নির্ভর করে ঠোঁটের উপর । অর্থাৎ শরীরের মধ্যে সবথেকে আকর্ষনীয় স্থান হল ঠোঁট । ঠোঁট যার যত সুন্দর তাকেতো দেখতে ভালো লাগে । একদম ঠিক শুনেছেন । কিন্তু কোন কারণে যদি আপনার লাল টুকটুকে ঠোঁট কালো ঠোঁটে পরিণত হয় তাহলে কি আপনাকে আগের মতন দেখতে সুন্দর লাগবে? অবশ্যই মিষ্টি লাগবে না এবং এই ঘটনা নতুন ঘটেছে এমন কিন্তু নয় । এর আগে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে লাল টুকটুকে ঠোঁট বিশিষ্ট মানুষকে পরিণত হয়েছে এর অনেকগুলো কারণ রয়েছে।

মানুষের ঠোট লাল থেকে কালো তে রূপান্তরিত হয় তখনই যদি তার ওপর আপনি কোন কে-মিক্যাল ব্যবহার করেন । অর্থাৎ বিভিন্ন ধরনের লিপস্টিক ব্যবহার করেন । বা গরম কোন জিনিস প্রতিনিয়ত খাবার খেয়ে যান তাহলে এমনকি যদি আপনি প্রতিনিয়ত ধূ-মপা-ন এবং ম-দ্যপা-ন করেন তাহলে কিন্তু আপনার ঠোঁট কালো হতে পারে । এ বিষয়গু-লি তাদের ক্ষেত্রে দেখা যায় যারা এই ধরনের কাজকর্ম সাথে যুক্ত রয়েছেন । কিন্তু আপনি কি জানেন যে আপনার কালো হয়ে যাওয়া ঠোঁটকে পুনরায় আবার লাল করে দেওয়া যেতে পারে ঘরের কয়েকটি পদ্ধতি ব্যবহার করে ।আসুন দেখে নি সেগু-লিনকি কি ।

ধনেপাতা :-শীতকালে প্রচুর পরিমাণে ধনেপাতা উৎপন্ন হয় আমাদের বাড়ির আশেপাশে বা বাজারে । তাই যদি কখনো শীতকালে আর্দ্রতা জনিত কারণে আপনার ঠোঁট কালো হয়ে যায় তাহলে অতি অবশ্যই কিছুটা ধনেপাতা নিয়ে ব্লে-ন্ডারে ব্লে-ন্ড করে নিন এবং সেই পোস্টকে ১০-১৫ মিনিট ধরে ঠোঁটের মধ্যে অনবরত ঘষতে থাকুন । তাহলে দেখবেন আপনার ঠোঁট আবার আগের মতন লাল হয়ে উঠেছে।

অ্যালোভেরা ও মধু :- এক টুকরো অ্যালোভেরার ওপর দুই তিন ফোঁটা মধু দিয়ে ঠোঁটের মধ্যে মাসাজ করবেন ।
অ্যালোভেরা ও মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে পরিচিত এটি ঠোঁটকে ময়েশ্চারাইজার করে ঠোঁটের ফাটা প্রতিরোধ করবে ।

বিটরুট :-যদি আপনার ঠোঁট কোন কারণে কালো হয়ে যায় তাহলে বিটরুটের পেস্ট ৫-১০ মিনিটের মধ্যে লাগিয়ে রাখতে পারেন । কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ঠোঁটের প্রাণ সঞ্চার করতে সাহায্য করবে এবং ঠোঁটের মধ্যে একটি গোলাপি আভা সৃষ্টি করতে পারবে ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.