







নিজস্ব প্রতিবেদন:-আলিপুর আবহাওয়া দপ্তর এর সূত্র অনুসারে রাজ্যে বর্তমানে নিম্নচাপের কোনো আশঙ্কা নেই কিন্তু এখনও একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমান রয়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে। এই কারণে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ তারিখ থেকে শুরু হয়েছে অতি ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টি চলছে তিন থেকে চার দিনের বেশি এমনকি বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছে। কিন্তু বজ্রপাত বর্ষাকালে সেরকম টা দেখা যায়নি।কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়েছে।




মৌসুমি বায়ুর কারণে যে বর্ষাকাল শুরু হয়েছে সেই বর্ষাকালের হাত ধরে ঘূর্ণিঝড়ের আসার সম্ভাবনাও রয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে গুলাব। তবে এই নিয়ে সঠিক কোন তথ্য এখনো পর্যন্ত জানা যায় নি। মৌসুমি জলবায়ুর কারণে রাজ্যে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের 17 তারিখ পর্যন্ত সর্তকতা জারি করেছে ।পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে।




উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলি যেমন- উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ,পূর্ব মেদিনীপুর। 18 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে।











