







নিজস্ব প্রতিবেদন:-সন্তান জন্ম দেবার পর থেকে শরীরে বিপুল পরিমাণে মেদ জমে গিয়েছিল শুভশ্রী গাঙ্গুলী । যার ফলে একাধিক কটাক্ষের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত তাকে। কিভাবে এই কটাক্ষের শিক্ষার থেকে নিজেকে বাঁচানো যায় তা ভেবে কূলকিনারা পাচ্ছিনা অভিনেত্রী । অপরদিকে তার পোস্ট করা বিভিন্ন ছবিতে দর্শকদের কুরুচিকর মন্তব্য সংখ্যাঃ প্রতিনিয়ত বাড়তেই থাকছিল । তাই কাউকে কোন রকম জবাব না দিয়ে অনেক পরিশ্রম করে গেলেন অগোচরে। এবং যখন তিনি প্রকাশ্যে এলেন তখন একেবারে অন্য লুকে ধরা দিলেন তিনি।




।।বাংলার অভিনয় জগতের শুভশ্রী গাঙ্গুলীর মতন জনপ্রিয় অভিনেত্রী খুব কম দেখা গেছে। খুব অল্প সময়ের মধ্যে তিনি জনপ্রিয়তার নিরিখে তুললে পৌঁছেছিলেন । তার কাছেই যাত্রাপথ মোটেও সহজ সহজ ছিল না । কারণ শুধু বর্ধমান থেকে কলকাতা পাড়ি দিয়েছিল শুধুমাত্র স্বপ্নপূরণে তাগিদে অচেনা অজানা শহরে স্বপ্নপূরণ তার পক্ষে মোটেও সহজ ছিল না । যদিও তিনি তার লক্ষ্যে স্থির ছিলেন । অবশেষে তিনি তার স্বপ্নকে পূরণ করতে পেরেছেন। তাই তো এই বাংলার মানুষেরা পেয়েছে শুভশ্রী গাঙ্গুলীর মতন একজন হাসিখুশি মিষ্টি অভিনেত্রী কে ।




তবে এবার তার দর্শকদেরকে চমক দিলেন শুভশ্রী গাঙ্গুলী নিজেই । সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি সম্প্রতি একটি ফটোশুট করেছেন এবং সেই ফটোশুটের জন্য তিনি বেছে নিয়েছেন তার প্রিয় পছন্দের রংটি কে । সম্প্রতি ভিডিওটি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এক অভিনব পোশাক পরা অবস্থায় শুভশ্রী গাঙ্গুলী কে ।




পোশাকের রং লাল যা তাকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছিল এবং তার এই রোগা পাতলা শরীর এর মাধ্যমে তিনি জবাব দিচ্ছেন নেটিজেনদের প্রতিনিয়ত সে কথা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না । যে শুভশ্রী গাঙ্গুলী কে নেটিজেনরা একসময় মোটা বলে কটাক্ষ করতে প্রতিনিয়ত তাঁরা কিন্তু সম্পূর্ণ রকম ভাবে চুপ হয়ে গেছে তার এই পরিবর্তন দেখে ।











