







নিজস্ব প্রতিবেদন:শ্রুতি দাস বাংলা টেলি দুনিয়ায় একটি অত্যধিক পরিচিত নাম।সামান্য থিয়েটার থেকে অভিনয়ে তিনি এত দূর পৌছে যাবেন কখনোই হয়তো ভাবেননি শ্রুতি।ত্রিনয়নী থেকে শুরু করে দেশের মাটি সব ধারাবাহিকেই তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে খানে।




তবে ব্যক্তিগত জীবনে বারংবার সমালোচনার মুখোমুখি হতে হয় শ্রুতিকে। কারণ তার গায়ের রঙ। সাধারণত আমরা যেকোন তারকাদেরকেই সবসময় সুন্দর এবং সৌন্দর্যবান দেখতে পছন্দ করি। তার থেকে একটু ব্যতিক্রম হলেই আমাদের মনে আঘাত লাগে। শ্রুতি দাস এর ক্ষেত্রে অনেকটাই একই ব্যাপার ঘটেছে।




সমালোচিত হলেও বরাবর থেকেই নিজের চাঁচাছোলা মন্তব্যের জন্য অধিক পরিচিত শ্রুতি। হয়তো সোশ্যাল মিডিয়াতে বারংবার ট্রোলের মুখোমুখি হয়ে নিজেকে এমন ভাবে তৈরি করে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে যেকোনো কটাক্ষেরই যোগ্য জবাব দিয়ে থাকেন তিনি।
কিন্তু প্রথম দিকের অভিনয় জগতের শুরুর দিকে অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন মানুষের কথা শুনে। তবে কখনো পিছিয়ে আসতে দেখা যায়নি তাকে। নিজের মনের সাহসের কাছে কখনোই হার মানেননি শ্রুতি।




বরং দিন প্রতিদিন নিজেকে আরও মজবুত করে সকলের সামনে নিয়ে এসেছেন। বর্তমানে দেশের মাটি ধারাবাহিকে দিব্যজ্যোতি দত্তের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন শ্রুতি।টিআরপির দিক থেকে অনেকটাই শীর্ষস্থানে রয়েছে এই ধারাবাহিকটি। গায়ের রং যাই হোক না কেন শ্রুতির অভিনয় নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।




সম্প্রতি এই অভিনেত্রী শ্রুতি দাসের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা দিয়েছে। ভাইরাল এই ভিডিওতে নিজের মেকআপ কালেকশন এবং হেয়ার কালেকশন শেয়ার করছেন শ্রুতি। নানান ধরনের ক্লিপ এবং প্রোডাক্টের সমাবেশে এই ভিডিওটি তিনি তৈরি করেছেন।অনুরাগীদের সাথে নিজের কালেকশন শেয়ার করে অত্যন্ত খুশি দেখা গিয়েছে অভিনেত্রীকে।মাত্র কয়েক দিনের মধ্যেই ভিডিওটি প্রায় লক্ষাধিক এর কাছাকাছি দর্শকসংখ্যা পৌঁছে গিয়েছে। জনপ্রিয়তার দৌলতে অনেক এই ভিডিওটি কে লাইক এবং শেয়ার করেছেন।











