







নিজস্ব প্রতিবেদন:-বেশ কিছুদিন আগে একটা প্রমো প্রকাশিত হয়েছিল ডান্স বাংলা ডান্সের । সেই প্রমতে দেখানো হয়েছিল যে কয়েকদিনের মধ্যেই ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হতে চলেছে ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় । এবার সেই এপিসোডের কয়েকটি মুহূর্ত প্রকাশিত হলো সোশ্যাল মাধ্যমে । এবং সেই মুহূর্তগুলি প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে সময়ের সাথে সাথে । সেটা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না ।তবে যে ঘটনাটি সবথেকে বেশি ভাইরাল হয়েছে সেটি হলো অভিনেতা জিৎ এর সাথে দিতিপ্রিয়া রায়ের নাচের দৃশ্য ।




ধারাবাহিক জগতে বেশ জনপ্রিয়তা সৃষ্টি করেছে এই অভিনেত্রী । তার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করতে চলেছেন । সম্প্রতি একাধিক ছবি রয়েছে এই মুহূর্তে তাঁর হাতে । তাই তার জনপ্রিয়তা অন্যান্য বাকি সকলে তুলনায় ক্রমশ এগিয়ে যাচ্ছে একথা বললে খুব একটা ভুল হবেনা ।




ডান্স বাংলা ডান্সের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চে দিতিপ্রিয়া রায় ।জিতের সাথে নাচের একটা দৃশ্য সেই মুহূর্তে ক্যামেরাবন্দী করা হয় ।পরবর্তী ক্ষেত্রে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে ।। এ লরপর কি অবস্থা হবে সেটা আমি আপনি প্রত্যেকে হয়তো জানি ।




বাংলার অভিনয় জগতে জিৎ এর অবদান অনেকখানি সে কথা নতুন করে বলার আর কোন অপেক্ষা রাখেনা । একাধিক দুর্ধর্ষ ছবিতে অভিনয় করে রীতিমতো এই বাংলা সুপারস্টার হয়ে গেছেন তিনি ।সম্প্রতি তাকে ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনে দেখা যাচ্ছে ।ওই দিন বিশেষ অতিথি দিতিপ্রিয়া রায়ের সাথে। তার নিজস্ব ছবির একটি গানের সাথে নৃত্য পরিবেশন করলেন এই দুই তারকা । এবং তাদের এই যুগলবন্দি দর্শকদের মনে ধরেছে তাই সেই সমস্ত মুহূর্তগুলো প্রতিনিয়ত দখল করছে খবরের শিরোনাম । এসেছে অনেক মন্তব্য তার পাশাপাশি এসেছে অনেক শুভেচ্ছা বার্তা ।











