Breaking News

অভিনেতা যশ নাকি রাজি নুসরাতের সন্তানের বাবা হতে, অভিনেত্রীর নতুন পোস্ট ঘিরে তো’লপা’ড় নেট দুনিয়া!

নিজস্ব প্রতিবেদন:-যত দিন যাচ্ছে ততই যেন বেড়েই চলেছে জল্প-না আর সমালোচনা ।এবং প্রতিনিয়ত একের পর এক খবর দখল করছে সংবাদমাধ্যমের শিরোনামে ।। বাংলার অভিনয় জগতে তার অবদান অনেকখানি ।তার পাশাপাশি রাজনৈতিক জগতে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাব । কিন্তু সম্পর্কের টানাপোড়েনের জন্য বি-চ্ছে-দের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী নুসরাত জাহান ।আর সেই খবর প্রতিনিয়ত দখল করেছে সংবাদমাধ্যমের শিরোনামে ।

বেশ কিছুদিন আগে নুসরাত জাহান একটি পোস্ট করেন যার মাধ্যমে জানা যায় যে তিনি অন্তঃসত্ত্বা । তারপর থেকে প্রশ্ন আছে শুরু করে তাহলে এই সন্তানের বাবা কে? সেই অর্থে নিখিল জৈন অর্থাৎ নুসরাতের স্বামী স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি এই সন্তানের বাবা নন । স্বাভাবিক ভাবে আঙুল উঠতে থাকে অভিনেতা যশ দাশগুপ্তের উপর । কারণ এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে যশ দাশগুপ্তের জন্যই নাকি নিখিল এবং নুসরাত এর বি-চ্ছে-দ ঘটেছে । সেই অর্থে যশ দাশগুপ্ত কে এই সন্তানের বাবা হিসেবে চিহ্নিত করা হলে তিনিও সংবাদমাধ্যমকে জানান যে এই সন্তানের বাবা তিনি নন ।তারপর থেকেই দানা বাঁধতে থাকে জ-ল্পনা আরো বেশি করে।

সম্প্রতি কিছুদিন আগে নুসরাত জাহান গোয়া গিয়েছিলেন এবং সেই গোয়া যাওয়ার সমস্ত খরচ বহন করেছিলেন নিখিল জৈন । কিন্তু সে তারে নিখিল নুসরাতের সাথে যেতে পারেনি । কিন্তু নুসরাত জাহান যে হোটেলে উঠেছিলেন সে হোটেলের মালিক ছিলেন নিখিল জৈন এর বন্ধু এবং সেই হোটেলের মালিকের তরফ থেকে নিখিল জানতে পারেন যে নুসরাত থাকা নয় বরং তার সাথে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত । আর তারপর থেকেই শুরু হয় বি-চ্ছে-দের যাত্রা ।এবং ডিসেম্বর মাস থেকে তালা আর একসাথে থাকেনা ।

অপরদিকে অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্খাতেই একের পর এক সাহসী ছবি শেয়ার করে চলেছেন অভিনেত্রী । অ-ন্তঃস-ত্ত্বা থাকলেও বন্ধ করেনি কাজ । মাঝেমধ্যে দেখা মিলছে শুটিং সেটে । তবে সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন সানগ্লাস পরা অবস্থায় । কিন্তু সেই সানগ্লাসে একজন প্রতিচ্ছবি ধরা পড়েছে ।

প্রতিচ্ছবিটি কে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ।কিন্তু তিনি যে ছবিটি তুলে দিয়েছেন তিনি খালি গায়ে রয়েছেন এ মনটা বোঝা যাচ্ছে । আর সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা আরো একবার । ছবিটি পোস্ট করা মাত্রই কমেন্ট সেকশন ভরে গেছে কুরুচিকর মন্তব্যে । পাশাপাশি অনেকে জানতে চেয়েছেন যে আদতে ওই ব্যক্তিটি কে ? তাহলে কি ওই ব্যক্তি হলো যশ দাশগুপ্ত নাকি অন্য কেউ প্রশ্ন অনুরাগীদের ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.