







নিজস্ব প্রতিবেদন :-সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে এসেছে নতুন কিছু ফিচার তার গ্রাহকদের জন্য । বছরের বিভিন্ন সময়ে জাতে গ্রাহকরা সুযোগ-সুবিধা পায় তার জন্য চেষ্টা চরিত্রটি চালিয়ে থাকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ । তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবার সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে এলো নতুন ফিচারস ।




আমরা জানি যে সারা বছরের বা জীবনের উপার্জনের টাকা আমরা ব্যাংকের মধ্যে জমা দিয়ে রাখি । তাই ব্যাংক আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয় । ঠিক তেমনি সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে যে এবার থেকে তাদের গ্রাহকরা একটা এটিএম কার্ডের মাধ্যমে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে ।




5একদমই ঠিক শুনেছেন । সর্বপ্রথম এই নতুন নিয়ম নিয়ে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক । এবং এর ফলে অতিরিক্ত এটিএম কার্ডের বা ডেবিট কার্ডের প্রয়োজন পড়বে না । একটি এটিএম কার্ডের মাধ্যমে ভিন্ন তিনটি অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলতে পারবেন। ।




অ্যাড অন কার্ড বা অ্যাড অন অ্যাকাউন্ট নামে দুটি সুবিধা পাবেন পিএনবি-র গ্রাহকরা। অ্যাড-অন অ্যাকাউন্টের মাধ্যমেই একই গ্রাহকের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। একটি কার্ড দিয়েই তিনটি অ্যাকাউন্ট থেকে প্রয়োজনমাফিক টাকা তুলতে পারবেন।অ্যাড অন কার্ডের মাধ্যমে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তিনটি ডেবিট কার্ড নেওয়া যাবে। অর্থাত্ একই পরিবারের তিনজনের কাছে রাখতে পারবেন কার্ড। কেবল পিএনবি এটিএম ব্যবহার করার সময়ে এই সুবিধা মিলবে৷ অন্য ব্যাঙ্কের এটিএম-এ কেবল মেন অ্যাকাউন্টে লেনদেন করা যাবে ।











