







নিজস্ব প্রতিবেদন:সম্প্রতি মানুষ টেলিভিশন, রেডিও প্রভৃতির থেকেও বেশি নির্ভর হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর উপর।আট থেকে আশি কেউই বাদ যাননি এই দল থেকে। সব বয়সের মানুষই এই সোশ্যাল মিডিয়ার আনন্দ উপভোগ করছেন। যদিও ব্যতিক্রম কিছু মানুষও রয়েছেন।




এরপর আসা যাক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া ভাইরাল ভিডিও গুলির কথায়।এই ভাইরাল ভিডিওগুলির সংখ্যা ক্রমাগত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যার নিরিখে বেড়েই চলেছে। এইখানে নানান ধরনের ভিডিও বেশ চোখে পড়ার মতো। এর মধ্যে অনেকগুলো ভিডিও আমাদেরকে আশ্চর্য করে রেখে দেয়।




হাসি মজা থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও এখানে দেখতে পাওয়া যায়। এর আগেও সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি। সম্প্রতি নেট নাগরিকদের মাঝখানে ভাইরাল হলো আবারও একটি ভিডিও। এই ভিডিওটি দেখে আপাতদৃষ্টিতে যেকোন দর্শক অবাক হতে বাধ্য হবেন।




ভিডিওটি তে দেখা গিয়েছে যে, একটি লাল মাটির রাস্তা। রাস্তার মাঝে সৃষ্টি হয়েছে বৃহদাকার এক গর্ত। আশেপাশে ছিলেন বেশ কিছু মানুষ। সেই সময় একটি যাত্রীবোঝাই ভলভো বাস ওই রাস্তা দিয়েই পেরোতে যাচ্ছিল।পাশাপাশি থাকা মানুষজন রাস্তার উপরে তাতে পাত জাতীয় কিছু বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে বাসটিকে পারাপার করে দেয়। যেকোনো সময়ে ঘটে যেতে পারত কোন একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। বলতে গেলে ওই বাস যাত্রীদের অত্যন্ত সৌভাগ্য ছিল তাই তারা প্রাণে বেঁচে যায়। চাইলে আপনিও এই ভয়াবহ ঘটনার ভিডিওটি দেখে আসতে পারেন।











