







নিজস্ব প্রতিবেদন:অনলাইনে যে কোন জিনিসের মূল্য অত্যন্ত কম থাকে। তাই বর্তমান যুগে বেশিরভাগ মানুষ অনলাইন এর উপর নির্ভরশীল থাকতে ভালোবাসেন।আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যা অনলাইন ডিল সম্পর্কে আপনাকে জানতে সাহায্য করবে। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক। সম্প্রতি আমাজন অ্যাপ্লিকেশনে একটি বড়সড় ছাড় দেওয়া হয়েছিল এসি কেনার ক্ষেত্রে।




ভুল করে ছাড়টি দেওয়া হলেও এটি সাধারণ মানুষকে আশ্চর্য করে দিয়েছে। প্রসঙ্গত একটি এসি কেনার ক্ষেত্রে ৯৪ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। তোশিবা কোম্পানির এসিটির দাম ৯৬,৭০০ টাকা। ছাড়ের কারণে সেটি মাত্র ৫,৯০০ টাকা দাম শো করছিল। সকলেই অবাক হয়ে যান লাখ টাকা দামের এসি মাত্র ৬০০০ টাকায় দেখে। কিভাবে এটি সম্ভব তাও সকলের নজরে আসতে শুরু করে।




অল্প সময়ের মধ্যেই আমাজনের সম্বিত ফেরে। দাম সংশোধন করে আবার নতুনভাবে দাম রাখা হয়। কিন্তু এরই মধ্যে ব্যাপারটি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। ব্যাপারটি অনেকটাই হাস্যকৌতুক তাই মানুষ বেশ মজা নিচ্ছেন। প্রসঙ্গত ওই অল্পসময়ের মধ্যেই অনেকেই এসি কিনে নিয়েছিলেন। ফলস্বরূপ তারা যে বেশ ভাগ্যবান তাতে সন্দেহ নেই। আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। নিজস্ব মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন।











